অবজারভার সম্পাদক আব্দুস সালামকে যেভাবে সরিয়ে দিয়েছিলেন শেখ মুজিব

অবজারভার সম্পাদক আব্দুস সালামকে যেভাবে সরিয়ে দিয়েছিলেন শেখ মুজিব



ঢাকা মর্নিং ডেস্ক: ১৫ মার্চ ১৯৭২। তখনকার The Bangladesh Observer পত্রিকায় একটি এডিটোরিয়াল প্রকাশিত হয় The Supreme Test শিরোনামে। তখন পত্রিকাটির সম্পাদক ছিলেন আব্দুস সালাম। সে লেখায় তখনকার আওয়ামী লীগ সরকারের সাংবিধানিক বৈধতা ও নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়। এটি প্রকাশ হবার পর শেখ মুজিবুর রহমান বেশ রেগে যান। The Bangladesh  Observer পত্রিকায় তখন নিউজ এডিটর ছিলেন সাংবাদিক এ বি এম মুসা, যিনি ১৯৭৩ সালে একতরফা নির্বাচনে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন। এবিএম মুসাকে ডেকে শেখ মুজিবুর রহমান বললেন,  "সালাম সাহেব এই সব উল্টাপাল্টা কী লিখতেছে? ওনার বয়স হইছে। ওনারে রিজাইন করতে বল। ওনারে আর এডিটর রাখা যাইবো না"। একথা ২০০২ সালে এবিএম মুসা আমাকে বলেছিলেন। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার ছাত্র থাকা অবস্থায় ছোটখাটো একটা গবেষণার কাজে ওনার কাছে গিয়েছিলাম। শেখ মুজিবুর রহমানের চাপে আব্দুস সালাম পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আব্দুস সালামকে পদত্যাগে বাধ্য করার সেই ঘটনা অনেকেই জানেন। বাংলাদেশ স্বাধীন হবার মাত্র চার/পাঁচ মাসের মধ্যে এই ঘটনা ঘটেছিল। আব্দুস সালাম ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সাংবাদিক যিনি ক্ষমতাসীনদের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন।