ছিলেন স্কুল শিক্ষক, তারপর টেক উদ্যোক্তা; এবার কৃষির দিকে ঝুঁকছেন জ্যাক মা
সম্প্রতি, ৫৮ বছর বয়সী এই বিলিয়নিয়ার একটি নতুন এগ্রোটেক কোম্পানিতে বিনিয়োগ করেছেন বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা, বিলিয়নিয়ার চীনা উদ্যোক্তা জ্যাক মা'র জীবন একের পর এক রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ণ। একসময় চীনের সবচেয়ে দাপুটে একজন বিলিয়নিয়ার হিসেবে খ্যাতি পাওয়া জ্যাক মা বেশ কয়েকবছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিলেন। তবে এবার জানা গেল, কৃষিতে বিনিয়োগে আগ্রহী হয়েছেন তিনি।
মাত্র কিছুদিন আগেই হংকং এবং টোকিওতে শিক্ষকতার সুযোগ পেয়েছেন জ্যাক মা। তার জীবনের শুরুটাও হয়েছিল স্কুলে শিক্ষকতার মাধ্যমে। তবে এবার ৫৮ বছর বয়সী এই বিলিয়নিয়ার একটি নতুন এগ্রোটেক কোম্পানিতে বিনিয়োগ করেছেন বলে জানা গেছে। কোম্পানি-ইনফরমেশন ডেটা দেয় এমন একটি প্রতিষ্ঠান, তিয়ানইয়াচা'র বরাত দিয়ে সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানায়।
এগ্রোটেক স্টার্টআপ প্রতিষ্ঠানটির নাম 'ওয়ান পয়েন্ট এইট মিটারস মেরিন টেকনোলজি কো.'। এটি গত ২০ জুলাই হ্যাংঝুতে (যেখানে আলিবাবার সদর দপ্তর অবস্থিত) একটি বৈধ প্রতিষ্ঠান হিসেবে রেজিস্টার করা হয়। জ্যাক মার ইনভেস্টমেন্ট-হোল্ডিংস কোম্পানিগুলোর মধ্যে হ্যাংঝু দাজিংতু নাম্বার ২২ আর্টস অ্যান্ড কালচার কো.-এর এই স্টার্টআপে ১০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
জ্যাক মা লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার প্রায় তিন বছর পর এই বিনিয়োগের খবর গণমাধ্যমে এলো। ২০২০ সালের অক্টোবরে একটি বক্তৃতায় চীনের আর্থিক-নিয়ন্ত্রক ব্যবস্থার সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে, চীনা ব্যাংকগুলো এক ধরনের 'বন্ধকী' মনমানসিকতা নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এই সমালোচনার ফলে চীনা নিয়ন্ত্রকরা জ্যাক মা এবং তার ব্যবসায়িক কার্যক্রমের ওপর ব্যাপক তদন্ত চালায় এবং এরই জের ধরে চীনের টেক প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক ধরপাকড় শুরু হয়।
গত কয়েক বছর নিভৃতে কাটানোর সময়টায় জ্যাক মা এগ্রোটেক নিয়ে পড়াশোনার পাশাপাশি বিশ্বভ্রমণ করেছেন বলে প্রতীয়মান হচ্ছে।
জ্যাক মার কাজের সময়সূচির সঙ্গে পরিচিত, তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে জানা যায়, ২০২১ সালের অক্টোবরে জ্যাক মা ছিলেন স্পেনে এবং সেখানে তিনি পরিবেশের সাথে সংশ্লিষ্ট কৃষি ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছিলেন। এছাড়াও, তিনি এগ্রোটেক নিয়ে পড়াশোনার জন্য নেদারল্যান্ডস, জাপান এবং থাইল্যান্ডেও গিয়েছেন বলে জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।
চলতি বছরের মে মাসে টোকিও কলেজ ঘোষণা দেয় যে জ্যাক মা তাদের প্রতিষ্ঠানে শিক্ষকতা করবেন এবং এর পাশাপাশি টেকসই কৃষি ও খাদ্য উতপাদন বিষয়ে গবেষণা করবেন।
জ্যাক মা ২০১৯ সালে আলিবাবা থেকে অবসর নেন এবং জ্যাক মা ফাউন্ডেশনের পরিষদে যুক্ত হন। তবে এ বিষয়ে জানতে চাইলে জ্যাক মা ফাউন্ডেশন তাতক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
সূত্র - দি বিজনেস স্ট্যান্ডার্ড
