জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়ায় মানুষের ঢল
ঢাকা মর্নিং প্রতিবেদক: স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ (৫ আগস্ট)। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে স্মরণে রাখতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ‘ অনুষ্ঠান। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়।
বাড্ডা থেকে আসা একজন বলেন, ‘জুলাই ঘোষণাপত্র শোনার জন্য সকাল থেকে এসে বসে আছি। আজকের দিনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন।’
মতিঝিল থেকে আসা একজন বলেন, ‘৩৬ জুলাইয়ের একটানা আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আজ একটি ঐতিহাসিক দিন।’
নিরাপত্তায় সতর্ক নজর
এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে।
র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং র্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।
