জেনারেল হারুনকে নিয়ে বিষ্ময়কর তথ্য দিলেন

জেনারেল হারুনকে নিয়ে বিষ্ময়কর তথ্য দিলেন

ঢাকা মর্নিং ডেস্ক: সাবেক সেনাপ্রধান জেনারেল হারুনের মৃত্যু নিয়ে অবাক করা তথ্য দিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ও বর্তমানে সরকারের সচিব শামসুল আলম। নিজের ফেইসবুক পেইজে তিনি লিখেছেন: 'সাবেক সেনাপ্রধান জেনারেল হারুনের মৃতদেহ চট্টগ্রামের একটি গেস্ট হাউজ থেকে উদ্ধার করা হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন ।

তদন্ত চাওয়ার কারণ আছে:

আমার জানামতে, ২০০১ সালের ইলেকশনের জন‍্য শেখ হাসিনা জেনারেল হারুনের উপর ক্ষিপ্ত ছিল।, যদিও ২০০০ সালের ২৪ ডিসেম্বর হাসিনাই তাকে সেনাপ্রধান নিয়োগ করেছিলেন।

২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে আওয়ামীলীগের ভরাডুবি হলে ঐ রাতেই হাসিনা নির্বাচন বাতিল করে দিতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল হারুনকে নির্দেশ দেন। কিন্তু তিনি তা প্রত‍্যাখ‍্যান করেন।

ঐরাতে আমি কিছু ঘটনার সাক্ষী। ২০০১ সালের ১ অক্টোবর দিবাগত গভীর রাতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপি বড় বিজয়ের দিকে যাচ্ছে, রাত আড়াইটার দিকে আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল জলিল পরাজয় নিশ্চিত দেখে নির্বাচন কমিশন কন্ট্রালরুম ছেড়ে চলে যান। ভোর রাত সাড়ে তিনটার দিকে আমি খবর পেলাম, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশন আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। আমি ম‍্যাডাম খালেদা জিয়াকে ফোন করে জানালাম। আমি বললাম, নাইন ডিভিশন থেকে সেনা এনে নির্বাচন কমিশন প্রটেক্ট করতে হবে। তিনি বললেন, তুমি ব্যবস্থা নাও। তখন আমি ফোন করি সেনাপ্রধান জেনারেল হারুনকে। আমি বললাম, ম‍্যাডামের সাথে কথা বলতে। তিনি আগ্রহ ভরে নম্বর চাইলেন। কথা বললেন। অতঃপর ভোর হওয়ার পূর্বেই নির্বাচন কমিশনের প্রহরায় সেনাবাহিনী লেগে গেলো।

শেখ হাসিনার নির্দেশ ছিল, নির্বাচন ভন্ডুল করার, কিন্তু জেনারেল হারুন করলেন উল্টোটা- মানে নির্বাচন প্রটেক্ট করলেন। তাই তিনি হাসিনার রোষানলে থাকবেন এটাই স্বাভাবিক। এরপরে ১০ অক্টোবর বিএনপি সরকার ক্ষমতায় গেলে জেনারেল হারুন আরও নয় মাস সেনাপ্রধান হিসাবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ডেসটিনি কান্ডে জড়িয়ে হাসিনার আমলে অনেকদিন কারাগারে ছিলেন।

আজ ৪ আগস্ট ২০২৫ তারিখে ঐ মামলায় আদালতের শুনানিতে অংশ নিতে চট্টগ্রাম যান, সেখানে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগে তিনি আওয়ামী লীগ নেতা আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করেছিলেন। 

এমতাবস্থায়, জেনারেল হারুনের মৃত‍্যু স্বাভাবিক ছিল কি না, তার পূর্ন তদন্ত দাবী করছি।'