ডোপ টেস্টে হেরে শিক্ষক হতে পারলেন না তারা

ডোপ টেস্টে হেরে শিক্ষক হতে পারলেন না তারা



চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক হওয়ার পথে থাকা দুই প্রার্থী ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। তারা হলেন— গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ। বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত ৪ আগস্ট উভয় প্রার্থীর ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষার ফলাফলে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি শনাক্ত হয়েছে।”


বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত ধাপে পৌঁছান গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ যেকোনো নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক। এই নীতিমালার অংশ হিসেবে চূড়ান্ত ধাপে তাদের ডোপ টেস্ট করানো হয়। কিন্তু ফলাফল পজিটিভ আসায় নিয়োগ প্রক্রিয়া থেমে যায়।


এ বিষয়ে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছি। যার ফলাফল পজিটিভ আসবে, তাকে কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না। এই নীতি শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।”


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নেওয়া হবে। ফলে, নাট্যকলা বিভাগের নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।