ফিফা র‌্যাংকিং: ২৪ ধাপ লাফ মেয়েদের

ফিফা র‌্যাংকিং: ২৪ ধাপ লাফ মেয়েদের

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাংকিংয়ে দারুণ অগ্রগতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ১২ জুন প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম।

এই হালনাগাদ র‌্যাংকিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছে বাংলাদেশেই। একটি দেশও এত বড় অগ্রগতি দেখাতে পারেনি। তবে ভক্তদের প্রত্যাশা ছিল, বাংলাদেশ শীর্ষ ১০০ দলের মধ্যে প্রবেশ করবে। সেই প্রত্যাশা পূরণ না হলেও, এই অগ্রগতি নারী ফুটবলের উন্নয়নের বড় প্রমাণ।

বিশেষ নজর ছিল ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে জায়গা পাওয়া দলগুলোর মধ্যে কেউ বাংলাদেশর নিচে চলে আসে কিনা। কিন্তু হালনাগাদ র‌্যাংকিংয়েও বাংলাদেশের অবস্থান সেই ১২ দলের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে।

এদিকে, শীর্ষস্থানেও দেখা গেছে বড় রদবদল। এক ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বর্তমান ইউরো রানার্সআপ স্পেন। দ্বিতীয় স্থানে নেমে গেছে সাবেক শীর্ষ দল যুক্তরাষ্ট্র।

তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে সুইডেন। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে, আর দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। তিন ধাপ অবনতি হয়ে শীর্ষ পাঁচ থেকে ছিটকে ৭ নম্বরে রয়েছে নারী কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল।