বাণিজ্য উপদেষ্টার প্রশংসায় পঞ্চমুখ জ্বালানি উপদেষ্টা
ঢাকা মর্নিং ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে নিয়ে নিজের উচ্চাশা এবং শুভকামনা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও রেলপথ উপদেষ্টা ড. ফওজুল কবির খান।
নিজের ফেসবুক পোস্টে উপদেষ্টা ফওজুল কবির লেখেছেন- 'আমি অন্যান্যদের পাশাপাশি শেখ বশিরউদ্দিনের সাথে দেখা করার জন্য দায়িত্ব পেয়েছিলাম, যিনি বাণিজ্য উপদেষ্টা পদে সম্ভাব্য প্রার্থী ছিলেন। ভোলায় এক ব্যবসায়িক সফরে থাকার সময় আমি তাকে ফোনে পাই। এরপর আমাদের দেখা হয় আমার অফিসে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে।
আগে থেকে কোনো পরিচয় না থাকলেও আমরা প্রায় এক ঘন্টা কথা বলি। মজার বিষয় হলো, আমার অফিসের দেওয়া স্ন্যাকস তিনি বিনয়ের সাথে ফিরিয়ে দেন। তার যে গুণগুলো আমাকে মুগ্ধ করেছে, তা হলো তার দেশপ্রেম, দৃঢ় মনোভাব এবং বিশ্লেষণধর্মী তথ্যের জটকে খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার ক্ষমতা। তার সম্পর্কে আমার এই ভালোলাগাগুলো আমি প্রধান উপদেষ্টাকে জানাই। সৌভাগ্যক্রমে, প্রধান উপদেষ্টা তাকে উপদেষ্টা পদের প্রস্তাব দেন এবং শেখ বশির তা গ্রহণ করেন।
দেশীয় বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সাথে সফল শুল্ক আলোচনা — প্রতিটি ক্ষেত্রেই তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন, যা সমালোচকদের হতাশ করেছে।
আল্লাহ তাকে 'হায়াতে তাইয়্যেবা' দান করুন, যাতে তিনি সরকারি বা বেসরকারি যে কোনো খাতেই দেশের সেবা করে যেতে পারেন।'
