বিএনপির সমালোচনার কড়া জবাব চরমোনাই পীরের

বিএনপির সমালোচনার কড়া জবাব চরমোনাই পীরের

বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কটূক্তির কড়া জবাব দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ শুক্রবার বিকেলে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, তিনি বলেন, ‘একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে, এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না।

তিনি আরও বলেন, চাঁদাবাজি বন্ধ করতে বললে যদি গালাগাল করে, তাহলে তাদের চরিত্র যে কতটা নোংরা হয়ে গেছে, সহজেই অনুমেয়।

জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন, ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ার দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অন্য নেতারাও বিএনপির সমালোচনা করেন। সময় কর্মীরাবিএনপির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাওইত্যাদি স্লোগান দেন।

অন্যান্য যুব সংগঠনের সঙ্গে ইসলামী আন্দোলনের যুব সংগঠনের তুলনা দিতে গিয়ে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন, তাদের কথাগুলো তামাম দুনিয়ার ইতিহাসে বিরল হয়ে থাকবে। চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে যেখানে পাবে, সেখানে সাইজ করার অর্থ্যাৎ মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তোমাদের মাধ্যমে জাতি ভালো কী আশা করতে পারে? এখনই তো তোমরা সন্ত্রাসী কায়দায় বক্তব্য রাখছ।