ভেন্টিলেশন খুলে ফেলা হয়েছে জামায়াত আমিরের
ঢাকা মর্নিং ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে গতকাল শনিবার। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর আমিরের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আমিরের ভেন্টিলেশন খুলে ফেলা হয়েছে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আজ রবিবার (৩ আগস্ট) সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে সেলিম লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমীরে জামায়াত স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন, ভেন্টিলেশন খুলে ফেলা হয়েছে, চিকিৎসায় অগ্রগতি।’
এর আগে গতকাল ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘সকাল (শনিবার) সাতটায় ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ওনার সার্জারি খুব ভালো হয়েছে। আমরা চেয়েছিলাম তাঁকে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্জারি করতে, সেটা পেরেছি। ওনার তিনটা বাইপাস করার কথা ছিল। আমরা চারটা বাইপাস করেছি যেন কোনো দিক থেকেই কোনো সমস্যা না হয়। কোনো জটিলতা ছাড়াই সার্জারি শেষ হয়েছে।’
