লাওস মিশনে আফঈদারা

লাওস মিশনে আফঈদারা

ঢাকা মর্নিং স্পোর্টস :  নারী ফুটবলে এশিয়ার চ্যালেঞ্জিং মঞ্চে আবারও নিজেদের উপস্থিতি জানান দিতে যাচ্ছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশ নিতে আফঈদা খন্দকারের নেতৃত্বে লাওসে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শনিবার ঢাকা থেকে দুপুর দেড়টায় থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করে আফঈদারা। সেখানে ঘণ্টাদেড়েক বিরতির পর মূল গন্তব্যের বিমান ধরেন, যথাসময়ে কোচিং স্টাফসহ পূর্ণসদস্যের নারী দল লাওস পৌঁছেন।

লাওসে আগামী ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলা। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দক্ষিণ কোরিয়াই পরিষ্কার ফেবারিট। অবশ্য বাংলাদেশের মূল লক্ষ্য রানার্সআপ হওয়ার। তিনটি সেরা দ্বিতীয় দলের মধ্যে জায়গা করে নিতে পারলেই আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূলপর্বের টিকিট পাবেন আফঈদারা।

ঢাকা ত্যাগের আগে দলের প্রধান কোচ পিটার বাটলার জানিয়েছেন, লাওসের বিপক্ষে ৬ আগস্টের উদ্বোধনী ম্যাচটিই হবে টুর্নামেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের সামনে বাছাই পর্বে ভালো কিছু করার বাস্তব সম্ভাবনা তৈরি হবে।

অধিনায়ন জানিয়েছেন, তিনি বেশকিছু লক্ষ্য নিয়ে লাওসে যাচ্ছেন। আফঈদা খন্দকার বলেন, ‘আমরা সেখানে (লাওসে) ভালো খেলে কোয়ালিফাই করার জন্যই যাচ্ছি। টানা খেলার মধ্যে আছি। সাফে সবাই গেম টাইম পেয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে যারা খেলেছি, তারা কিছুটা বিশ্রাম নিয়েই খেলেছি। ফলে তেমন ক্লান্তি নেই।’