হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে হাতিয়া-চট্টগ্রাম হাতিয়া-নোয়াখালী নৌরুটে সকল প্রকার লঞ্চ, স্পিডবোট ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়। জননিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।

তিনি বলেন, নিম্নচাপের কারণে সাগর বেশ উত্তাল। দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে।

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। মাছ ধরার নৌকা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

 

 হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, হাতিয়ায় প্রায় লাখ মানুষের বসবাস। দ্বীপাঞ্চল হওয়ায় এই ধরনের দুর্যোগে নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেলে মূল ভূখণ্ডের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সতর্ক থাকতে প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।