হাসপাতাল থেকে ফিরে স্পেনের নায়ক

হাসপাতাল থেকে ফিরে স্পেনের নায়ক

অসুস্থ ছিলেন। মেনিনজাইটিসে ভোগায় হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল বোনমাতিকে। চিকিৎেসা শেষে ফিরেই এমন এক কাজ করলেন, ২৭ বর্ষী মিডফিল্ডারকে নিয়ে গর্ব পুরো স্পেনের। জুরিখে গত বুধবার রাতে অতিরিক্তি সময়ে বোনমাতির গোলে জার্মানকে হারিয়ে ইতিহাস গড়েছে স্পেন।

আগামী রোববার বাসেল শহরের সেন্ট জ্যাকব পার্ক স্টেডিয়ামে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ২০২৩ সালে মেয়েদের সর্বশেষ বিশ্বকাপ ফাইনালেও স্পেন-ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ওলগা কারমোনার গোলে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেনের মেয়েরা।

ফাইনালে উঠতে জার্মানির বিপক্ষে ইতিহাস বদলাতে হতো স্পেনের মেয়েদের। গত ম্যাচের আগে সবশেষ ৮ দেখায় একবারও জয় পায়নি স্পেন। এর মধ্যে সর্বশেষ ৪ ম্যাচেই গোল করতে পারেনি। এই ইতিহাস ঠিকই বদলে দিলেন বোনমাতি।  এদিন  ১১৩ মিনিটে অ্যাথেনা দেল কাস্তিয়োর পাস থেকে গোল করেন ২৭ বছর বয়সী বার্সেলোনা তারকা। মেয়েদের ইউরোয় স্পেনকে প্রথমবারের মতো ফাইনালে তুলে বোনমাতি বলেন, ‘বল জাল ছোঁয়ার পর দৌড়াতে শুরু করি। বেঞ্চের সবাই উঠে দাঁড়ানোয় তাদের সঙ্গে উদ্‌যাপন করি। এমন ম্যাচে গোল করা বিশেষ কিছু। দলকে ইতিহাস গড়তে সাহায্য করেছি।

সুইজারল্যান্ডের জুরিখে বুধবার ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে স্পেন। গোলে শট নেয় তারা ২২টি, এর মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বারবার হতাশায় পোড়ার পর অবশেষে টাইব্রেকারের কাছাকাছি গিয়ে তারা পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ইতিহাস বদলে দেওয়ার নায়ক বলেন, ‘মনে হচ্ছে আজ (বুধবার) আবারও আমরা ইতিহাস লিখলাম। এই প্রথমবারের মতো মেয়েদের ইউরোয় ফাইনালে উঠলাম এবং সেটা জার্মানিকে হারিয়ে, যাদের এর আগে হারাতে পারিনি।

বোনমাতির প্রশংসা করে স্পেন কোচ মন্টসে তোমে বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে তার জন্য খেলাটা সহজ ছিল না, কিন্তু সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো বিশেষ ব্যক্তিত্ব আছে তার। খেলার ফাঁকে জায়গা করে নেওয়ার অসাধারণ সামর্থ্য আছে তার, যেমন করে আজও (বুধবার) সুযোগ তৈরি করেছে। স্বাস্থ্যগত বিষয়ও সে সমাধান করেছে টুর্নামেন্টের শুরুতেই। তাকে মাঠে ফেরানোর কাজটা ভালো ছিল, দলকে অনেক সাহায্য করেছে।

গত দুই বছরে স্পেন বিশ্বকাপ উয়েফা নেশন্স লিগ জিতেছে। এবার ইউরোর ট্রফিও নিতে চায় নিজেদের শোকেসে। তেমন কিছু করতে তাদের হারাতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আপাতত সেদিকেই সেমিফাইনালের জয় উদযাপনের দিকেই নজর বোনমাতির, ‘ইংল্যান্ডকে নিয়ে পরে ভাবব, এখন সময়টা উদযাপনের।