হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে পালিয়ে গেছে: নাহিদ

হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে পালিয়ে গেছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছে দিল্লিতে, আর ফিটনেসবিহীন রাষ্ট্র বাংলাদেশ রেখে গেছে। দেশের বিমানের ফিটনেস নেই।শুক্রবার দুপুরেদেশ গড়তে জুলাই পদযাত্রাকর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছে।

তিনি বলেন, ‘মুজিববাদ নানা ছলে-বলে-কৌশলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ মানে বাকশালের মতো  একদলীয় শাসনব্যবস্থা, যেখানে ঘুষ  লুটপাট, দুর্নীতি, বিভাজন, ইসলাম-বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।