১৪তম জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতা–২০২৫
দক্ষতা, শৃঙ্খলা ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত গড়লো বাংলাদেশ স্কুল অফ মার্শাল আর্টস এবং এ প্রতিযোগিতায় দারুন অত্যন্ত দারুন পারফরম্যান্স করে দেশের মার্শাল আর্ট অঙ্গনে স্কুলটি নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করলো।
রাজধানীর ঐতিহ্যবাহী “মোহাম্মদ আলী বক্সিং” ভেন্যুতে অনুষ্ঠিত ১৪তম জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতা–২০২৫ এ প্রতিষ্ঠানটির প্রশিক্ষিত শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করে সাহসিকতা, শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বাংলাদেশ কিক বক্সিং এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য প্রতিভাবান কিক বক্সার অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব- ইসতিয়াক আবেদিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিষদের পরিচালক জনাব আমিনুল এহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সেক্রেটারি জনাব মোস্তাফিজুর রহমান।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই আসরে বাংলাদেশ স্কুল অফ মার্শাল আর্টসের শিক্ষার্থীরা আধুনিক প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন ও মানসিক দৃঢ়তার প্রতিফলন ঘটিয়ে প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেন।
শিক্ষার্থীদের সুশৃঙ্খল উপস্থিতি, গলায় ঝুলতে থাকা পদক এবং ব্যানারে প্রতিষ্ঠানের নাম—সব মিলিয়ে এটি ছিল বাংলাদেশ স্কুল অফ মার্শাল আর্টসের জন্য এক গর্বের মুহূর্ত।
প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মুকিতুল ইসলাম রাতুল জানান, খেলোয়াড়দের শুধু শারীরিক দক্ষতাই নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও নেতৃত্ব গুণ বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেই আমরা, তিনি আরো বলেন খেলায় হার- জিত থাকবেই তবে শিক্ষার্থীদের খেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এ আয়োজনের মাধ্যমে শৃংখলা শিখতে পারাই বড় কথা।তার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সম্মানজনক অবস্থান তৈরি করায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং কিকবক্সিং এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এ সুন্দর আয়োজনের জন্য ।
ক্রীড়ামোদী ও সংশ্লিষ্ট মহলের মতে, নিয়মিত জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ স্কুল অফ মার্শাল আর্টস দেশের কিক বক্সিং ও মার্শাল আর্টসকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, এই অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে তারা আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের লাল-সবুজের পতাকা গর্বের সঙ্গে তুলে ধরবে।
