৫ গোল করে ম্যাচসেরা কৃষ্ণা
ঢাকা মর্নিং স্পোর্টস: ভুটান নারী ফুটবল লিগে ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবকে ১২-০ গোলে হারিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। যেখানে ৫ গোল ছিল বাংলাদেশি ফরোয়ার্ড কৃষ্ণা রানীর।
এদিন প্রথমার্ধেই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে করেন আরো দুই গোল। ১২ গোলের মধ্যে কৃষ্ণা পাঁচ গোল করায় ম্যাচ সেরা হন। ভুটান নারী লিগে এটি কৃষ্ণার দ্বিতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। কয়েক মাস বিরতির পর আবার ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ায় কৃষ্ণা বলেন, ‘ভালো লাগছে আবার ম্যাচ সেরা হলাম। এটা আমার দ্বিতীয়বার। দল বড় ব্যবধানে জিতেছে আমি সেখানে অবদান রাখতে পেরেছি। এটাই ভালো লাগা।’
ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলেন ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার, বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। মাসুরা ডিফেন্ডার হলেও ভুটান লিগে কয়েকটি গোল করেছেন। মঙ্গলবার অবশ্য কোনো গোল পাননি। বাংলাদেশের গোলরক্ষক রুপ্না ক্লিনশিট রেখেছেন। ফরোয়ার্ড কৃষ্ণা একাই দলের প্রায় অর্ধেক সংখ্যক গোল করেন।
