চাকসু নির্বাচন: ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে লড়বে ছাত্রশিবির

চাকসু নির্বাচন: ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে লড়বে ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের জারুল তলায় সংবাদ সম্মেলন করে এ প্যানেলের ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম।

‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ শীর্ষক এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী করা হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম হোসেন রনিকে।

আর সাধারণ সম্পাদক বা জিএস পদে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে শাহজালাল হল শিবিরের সভাপতি ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্নার নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।
বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত চাকসু ২৬টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫২৮ জন। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নামের শেষাংশে ‘শিক্ষার্থী জোট’ শব্দবন্ধ রয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে তারা অংশ নিচ্ছে।

এ দুই শিক্ষা প্রতিষ্ঠানেই বেশিরভাগ পদে জয় পেয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে লড়াই করছে ছাত্রশিবির।
Source: Jayjaydin