জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: চাঁদপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ গাজী মোঃ ইউসুফ ও শ্রেষ্ঠ মাদ্রাসা কাদলা এস এস ফাযিল

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: চাঁদপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ গাজী মোঃ ইউসুফ ও শ্রেষ্ঠ মাদ্রাসা কাদলা এস এস ফাযিল

গাজী মোঃ ইউসুফ, জাতীয় শিক্ষা সপ্তাহ  ২০২৬ ইং চাঁদপুর জেলার মাদ্রাসা পর্যায়ে   জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং কাদলা এস এস ফাযিল(ডিগ্রি)  মাদ্রাসা কচুয়া শ্রেষ্ঠ  মাদ্রাসা মনোনীত হয়েছেন।  গত ১২/০১/২০২৬ ইং তারিখ অপরান্হে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা  ও আইসিটি) জনাব নাজমুন নাহার এর সভাপতিত্বে  জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ইং উদ যাপন কমিটি  এ মনোনয়ন প্রদান করেন।জনাব গাজী মোঃ ইউসুফ  কাদলা এস এস ফাযিল ( ডিগ্রি)মাদ্রাসার অধ্যক্ষ।তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার  মনপুরা গ্রামের  বাসিন্দা।  তার এ সাফল্যে তিনি আল্লাহর শুকরিয়া আদায়  এবং কাদলা এস এস ফাযিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি,  সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক- কর্মচারী, সূধী এবং শিক্ষার্থীদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।