পুতিনের বিরুদ্ধে পরোয়ানা ‘টয়লেট পেপার’: রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির সিদ্ধান্তকে আইনত অকার্যকর বলেছে ক্রেমলিন। এর কারণ হিসেবে বলা হয়েছে, মস্কো নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেয় না।
পরোয়ানা জারির প্রতিবাদে আরও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দমিত্রি মেদভদেভ। টুইটারে তিনি এই পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলেছেন। তবে রাশিয়ার বিরোধীরা পরোয়ানা জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার শীর্ষ কর্মকর্তা ও প্রচারকারীরা প্রতিবাদে বিক্ষোভ জানিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া অন্য অনেক দেশের মতো এই আদালতকে স্বীকৃতি দেয় না। তাই আদালতের সিদ্ধান্ত বাতিল। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য নয়।
