টানা দ্বিতীয়বার ম্যাচসেরা ঋতুপর্ণা
দেশ-বিদেশ কিংবা ক্লাব; সর্বক্ষেত্রে গোলের দেখা পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। তার পায়ের জাদুতে ভুটানে নারী ফুটবল লিগে পারো এফসি একের পর এক জয় পাচ্ছে। শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমার নৈপুণ্যে পারো ২-১ গোলে থিম্পু সিটিকে হারিয়ে টানা ষষ্ঠ জয় পেয়েছে। ম্যাচসেরা হয়েছেন ঋতুপর্ণা।
আজ ম্যাচের শুরুতে পারো গোল হজম করে। এরপর ফ্রি-কিক থেকে শামসুন্নাহার জুনিয়র গোল করে সমতায় ফেরান। পরে সাবিনার অ্যাসিস্টে ঋতুপর্ণা গোল করে দলের জয় নিশ্চিত করেন।
টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়ে ঋতুপর্ণা বলেছেন, ‘টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়েছি, অনেক ভালো লাগছে। কঠিন ম্যাচ ছিল। সবার অবদানে জয় এসেছে। ম্যাচসেরা হয়েছি।’
