ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা মর্নিং ডেস্ক: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে এ বিষয়ে সম্মতি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরটি ২২ বা ২৩ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এবং এতে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সফরের মাধ্যমে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিতে চায় পাকিস্তান। বাংলাদেশ সরকারের এক ঊর্ধ্বতন কূটনীতিক জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলে দারের নির্ধারিত সফর সন্ত্রাসী হামলার কারণে স্থগিত হলেও বর্তমানে তা বাস্তবায়নের সব প্রস্তুতি চলছে। ওই সফর সামনে রেখেই দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে উভয় দেশের।
সফরকালে ইসহাক দারের মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইসহাক দারের সঙ্গে তৌহিদ হোসেনের সাম্প্রতিক সাক্ষাতেও এই সফর নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে দার বাংলাদেশিদের জন্য ভিসা সহজকরণ এবং বাণিজ্য সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে—পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে আগমন, ভিসা প্রক্রিয়ায় শিথিলতা এবং ভিসা ফি প্রত্যাহার। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের উদ্যোগও নেওয়া হয়েছে। গত ডিসেম্বরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি বংশোদ্ভূত বিদেশিদের ভিসা প্রদানে নীতিগত ছাড় দেয়।
গত এপ্রিলে দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যা প্রায় ১৫ বছর পর ছিল প্রথম। বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ। এটি দ্বিপক্ষীয় আলোচনার একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হয়।
