বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দলীয় কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ভূঁইয়া ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
নিহতের পরিবারের দাবি,
বিএনপির পার্টি অফিস হিসেবে ভাড়া দেওয়া দোকানের বকেয়া চাওয়ায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১০-১২ জন মিলে জাহাঙ্গীরকে দলীয় কার্যালয়ে নিয়ে
পিটিয়ে হত্যা করেছেন।
নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, ‘সকাল ৯টার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার (৭০), তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০), বেণু হাজীর ছেলে আলম (৪৫) ও সাদ্দামসহ ছয়-সাতজন মিলে তাকে ধরে পার্টি অফিসে নিয়ে যান এবং সেখানে প্রচুর মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘একটি দোকানের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘ঘটনাটি দুঃখজনক ও নিন্দনীয়। ইতোমধ্যে স্থানীয় নেতাদের ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে দলের যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা আইনি ব্যবস্থার জন্যও সুপারিশ করব। ভুক্তভোগী পরিবারকে আইনি ও আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব।’
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির
সভাপতি মাসুম শিকারি বলেন, ‘আমাদের ইউনিয়ন বিএনপির অফিস বাজারের প্রবেশমুখেই। তোতা
প্রধান বাড়ির সামনে আরেকটা অফিস খুলেছেন। তিনি মূলত বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক
মাহমুদুর রহমান সুমনের সাথে রাজনীতি করতো। সুমন আর তাদের লোকজন সেই অফিসে যাতায়াত করতো।’
